ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

নিয়োগ পেয়েই নির্বাচন ভবনে ছুটে গেলেন ইসি সচিব, সাক্ষাৎ করলেন সিইসির সঙ্গে 

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
নিয়োগ পেয়েই নির্বাচন ভবনে ছুটে গেলেন ইসি সচিব, সাক্ষাৎ করলেন সিইসির সঙ্গে 

ঢাকা: দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েই নির্বাচন কমিশনের (ইসি) নতুন সচিব আখতার আহমেদ ছুটে গেলেন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে। বললেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনই তার প্রত্যাশা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা ইসি সচিব শফিউল আজিমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের পর আখতার আহমেদকে নতুন সচিব হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। আর নিয়োগের প্রজ্ঞাপন হওয়ার পরপরই সন্ধ্যা দিকে নির্বাচন ভবনে ছুটে আসেন তিনি। এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

প্রায় দুই ঘণ্টা অবস্থানকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন, সবে মাত্র আমি এসেছি। আমরা প্রত্যাশা আপনারদের প্রত্যাশা একই। অবাধ, সুষ্ঠু নির্বাচন। আশাকরি সততা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব আবুল হায়াত মো. রফিক ইসির নতুন সচিব নিয়োগের প্রজ্ঞাপন জারি করেন।

এতে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আখতার আহমেদ (পরিচিতি নম্বর ২১০৬)-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ২ (দুই) বছর মেয়াদে নির্বাচন কমিশন সচিবালয়-এর সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

আখতার আহমেদ বাংলাদেশ সিভিস সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। সর্বশেষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যুগ্মসচিব (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান ২০১৫ সালে। তার গ্রামের বাড়ি খুলনায়।

ছাত্র আন্দোলনে একদফা দাবি প্রেক্ষিতে গত ৫ আগস্ট পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে গেলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার নিয়োগ দেন। এরপর ৫ সেপ্টেম্বর পদত্যাগ করেন সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। তবে সচিব পর্যায়ে রদবদল হলেও স্বীয় পদেই থেকে যান ইসি সচিব শফিউল আজিম। এরই মধ্যে ২১ নভেম্বর নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিশন নিয়োগ পেলে মঙ্গলবার চলে যেতে হয় তাকে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
ইইউডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।