ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আস্থার ঘাটতি কাটিয়ে উঠতে চায় নাসির কমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
আস্থার ঘাটতি কাটিয়ে উঠতে চায় নাসির কমিশন

ঢাকা: নির্বাচন ব্যবস্থার ওপর আস্থার ঘাটতি কাটিয়ে উঠতে চায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

বুধবার (৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থার ওপর আস্থার ঘাটতি আছে। সেটি ফিরিয়ে আনতে হবে। যে জায়গায় আমরা এখান দাঁড়িয়ে আছি- কীভাবে একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করা যায়। বর্তমান প্রেক্ষাপট আমরা সবাই জানি। মেজর ডেফিসিয়েন্ট যেগুলো যার মধ্যে ঘাটতি আছে এগুলো আমরা সবাই জানি। এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মেজর ডেফিসিয়েন্ট কী? এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, আমাদের সবচেয়ে বড় ডেফিসিয়েন্ট হচ্ছে আমাদের আস্থার ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে। সেটা ফিরিয়ে আনতে হবে।

কীভাবে আস্থা ফিরিয়ে আনবেন, জানতে চাইলে তিনি বলেন, এটা তো একটা সামষ্টিক বিষয়। এটা এক লাইনে বলা সম্ভব না।

তিনি বলেন, সংস্কার কমিশনের সঙ্গে এটাই আমাদের প্রথম এবং একমাত্র বৈঠক না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কিছু তথ্য আদান-প্রদান করবো এবং আশা করি যে উনারা সময় বের করে একাধিকবার আমাদের সঙ্গে বসার সুযোগ করে দেবেন। যাতে করে আমরাও উপকৃত হবো এবং আমাদের পক্ষে থেকেও তখন যদি আরও সুনির্দিষ্ট ভাবে কিছু বলার থাকে আমরা বলবো। একই সঙ্গে আমাদের অতীতের অভিজ্ঞতা নিয়েও কাজ করবো।

নির্বাচন কখন হওয়া উচিত এ বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় নিয়ে কোনো আলোচনা এখানে হয়নি। নির্বাচন কীভাবে হওয়া উচিৎ, নির্বাচন ভালো করার জন্য কি করা দরকার সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।

কমিশনের কাজের কোনো রোডম্যাপ করছেন কি না এমন প্রশ্নের জবাবে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আজকের বৈঠকে এ ধরনের কোনো আলোচনা ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল ভালো, সুষ্ঠু নির্বাচন। সেটা যখনই হোক না কেন সেটা কীভাবে করা সম্ভব বের করা।

এর আগে অনুষ্ঠিত সভায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদারসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
ইইউডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।