ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন ও ইসি

আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক ঘণ্টায় ভোট পড়েছে এক শতাংশের নিচে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক ঘণ্টায় ভোট পড়েছে এক শতাংশের নিচে

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক ঘণ্টায় ভোট পড়েছে এক শতাংশের নিচে।

রোববার (০৭ জানুয়ারি) মিরপুর ১০ নম্বর সেকশনের আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে জানা গেছে এমন তথ্য।

মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ৯৬ নম্বর কেন্দ্রে মোট নারী ভোটার দুই হাজার ২৯৪ জন সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রে ভোট পড়েছে ১৫ থেকে ২০টি। সে হিসাবে এক শতাংশের নিচে ভোট পড়েছে।

এ ব্যাপারে ৯৬ নম্বর কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, এই কেন্দ্রে মোট দুই হাজার ২৯৪ জন নারী ভোটার। প্রথম এক ঘণ্টায় ভোট পড়েছে ১৫ থেকে ২০টি। এখানে সহকারী পাঁচজন প্রিসাইডিং অফিসার রয়েছেন। এই কেন্দ্রে নৌকা এবং লাঙ্গল প্রতীকের পুলিং এজেন্ট রয়েছে বলেও তিনি জানান।  

তিনি বলেন, শীতের কারণে সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
এসএমএকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।