ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডিবিএর ভাইস প্রেসিডেন্ট হলেন সাজিদুল ইসলাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০
ডিবিএর ভাইস প্রেসিডেন্ট হলেন সাজিদুল ইসলাম মো. সাজিদুল ইসলাম

ঢাকা: পুঁজিবাজারের শীর্ষ সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাজিদুল ইসলাম।  

বুধবার (২৮ অক্টোবর) ডিবিএ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২৭ অক্টোবর) ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের ৭৩তম পর্ষদ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাকে চলতি মেয়াদের জন্যে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।  

এর আগে তিনি সংগঠনটির পরিচালক পদে দায়িত্বরত ছিলেন।

উল্লেখ্য যে, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ মোহাম্মদ আলী, এফসিএকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করলে অ্যাসোসিয়েশনে ভাইস প্রেসিডেন্ট পদটি শূন্য হয়।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২০ 
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।