ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্যাসের মূল্যবৃদ্ধি, উদ্যোক্তারা প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবে না: ম. তামিম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
গ্যাসের মূল্যবৃদ্ধি, উদ্যোক্তারা প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবে না: ম. তামিম ম. তামিম

ঢাকা: জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেছেন, ‘গ্যাসের দাম বাড়ানো এটা নিশ্চিতভাবে গ্যাসভিত্তিক নতুন শিল্পোদ্যোক্তাদের অন্তরায় হবে। প্রতিযোগিতায় যারা পুরাতন, তাদের উৎপাদন খরচ পড়বে ৩০ টাকা।

আর যারা নতুন, তাদের খরচ পড়বে ৭০ টাকা। নতুন উদ্যোক্তারা কোনোভাবেই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবে না। কারণ তাদের খরচ বেশি। এটা বাজারে বিরাট পার্থক্য তৈরি করবে। ’ 

একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।  

ম. তামিম বলেন, আমি জানি না এটা দেওয়ার উদ্দেশ্য কী? এটার পেছনে যুক্তি কতটা কী, তা তারা ব্যাখ্যা করেনি। তবে এটা প্রস্তাবনা করেছে পেট্রোবাংলা। এটা বিআরসিতে যাবে। আমি নিশ্চিত, বিআরসি ব্যবসায়ীদের স্বার্থে কথা বলবে। চূড়ান্তভাবে এটা কী হবে আমি নিশ্চিত নই।  

তিনি বলেন, সরকার যদি আমদানিকৃত মূল্যে সরবরাহ করতে চায়, তাহলে গ্যাসের ওপর থেকে ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার করতে হবে। তাহলে আরও একটু দাম কমবে এবং সহনীয় পর্যায়ে আসবে। এরপরও ৬০ টাকার মতো দাম থাকছে। এই জ্বালানি বিশেষজ্ঞ বলেন, বর্তমানে শিল্পকারখানাগুলোয় যারা অতিরিক্ত গ্যাস ব্যবহার করবেন, তাদেরও নতুন মূল্যে টাকা দিতে হবে। তার মানে দাম বাড়ানোর প্রভাব পুরাতনদের ওপরও পড়বে। আর নতুন সংযোগ নেওয়া শিল্পগুলোর ওপরে অবশ্যই প্রভাব পড়বে। জ্বালানি খাতে এত উচ্চ মূল্যে নতুন শিল্পোদ্যোক্তা বাজারে রপ্তানি করতে পারবে কি না সেটা দেখার বিষয়। এটা নতুনদের জন্য চ্যালেঞ্জ।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।