ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাবেক এমপিদের নামে বন্দরে আসা বিলাসবহুল গাড়ি নিলামে উঠছে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
সাবেক এমপিদের নামে বন্দরে আসা বিলাসবহুল গাড়ি নিলামে উঠছে

চট্টগ্রাম: বিগত সরকারের সাবেক সংসদ সদস্যদের (এমপি) নামে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা ৩১টি বিলাসবহুল গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টম হাউস। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় শুল্কমুক্ত সুবিধায় আনা এসব গাড়ি খালাস নিতে পারেননি সংশ্লিষ্টরা।

 

এর মধ্যে আছেন জিন্নাত আরা হেনরি, রণজিৎ চন্দ্র সরকার, এসএকে একরামুজ্জামান, অভিনেত্রী তারানা হালিম, শাম্মী আহমেদ, অনুপম শাহজাহান জয়, ফরিদা ইয়াসমিন প্রমুখ। সংশ্লিষ্টদের গাড়িগুলো স্বাভাবিক নিয়মে (শুল্ক দিয়ে) ডেলিভারি নেওয়ার জন্য একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া না মেলায় নিলামে যাচ্ছে কর্তৃপক্ষ।

 

এসব গাড়ির সঙ্গে আরো ৬৯টি বিভিন্ন ব্র্যান্ডের গাড়িও থাকবে নিলামে। আগামী ২১ জানুয়ারি গাড়ি নিলামসংক্রান্ত দরপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার সাকিব হোসেন।

তিনি বলেন, ৩১ এমপির গাড়িসহ সব মিলিয়ে ১০০টি গাড়ির দর নির্ধারণে শুল্কায়ন শাখায় পাঠানো হয়েছে। দর নির্ধারণ হলে ২১ জানুয়ারি নিলামের দরপত্র ছাড়া হবে। এরপর নিলামের নির্ধারিত সময় ঠিক করে নিলামে তোলা হবে এসব গাড়ি।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।