ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হেফাজতে ইসলামের বাকলিয়া থানা কমিটি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
হেফাজতে ইসলামের বাকলিয়া থানা কমিটি  ...

চট্টগ্রাম: দেশের সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাধীন বাকলিয়া থানার কমিটি গঠন সম্পন্ন হয়েছে।  

বুধবার (১৫ জানুয়ারি) বাকলিয়ার নেয়ামত নুর জামে মসজিদে কমিটি গঠন করা হয়।

উপস্থিত সবার মতামতের ভিত্তিতে মাওলানা জয়নাল আবেদীনকে সভাপতি, মাওলানা শাহাদাত হোসাইনকে নির্বাহী সভাপতি, মাওলানা ইকবাল খলীলকে সাধারণ সম্পাদক, মাওলানা নূর উদ্দিনকে সহ-সাধারণ সম্পাদক ও  জাহেদ হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।  

এতে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

 

বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মাওলানা জিয়াউল হাসান, মাওলানা মনজুরুল কাদের চৌধুরী, বাইজিদ থানা সভাপতি মাওলানা নুরুন্নবী, কারি মুবিনুল হক, মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, গাজী ইয়াকুব, পাঁচলাইশ থানার সেক্রেটারি মাওলানা কুতুবুদ্দিন, কেন্দ্রীয় নেতা মাওলানা জাকারিয়া, চট্টগ্রাম মহানগর নেতা কলিমুল্লাহ, মাওলানা ইয়াসিন, মাওলানা শিবলী নোমানী, মাওলানা মাহমুদুল্লাহ, মাওলানা এনামুল হক, মাওলানা মাহমুদুল্লাহ মুজাফফর, মাওলানা নুরুল্লাহ মাদানী, মাওলানা আরিফ, মাওলানা মাহমুদুল হক, মাওলানা নসরুল্লাহ মাদানী, মাওলানা শোয়াইব, মো. ওমর ফারুক, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আইয়ুব, মাওলানা আইয়ুব, মাওলানা আতিক বিন ওসমান, নজরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।