চট্টগ্রাম: পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪৪০তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) ভাটিয়ারির পিএইচপি ফ্যমিলির ফার্ম হাউজে চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন কোম্পানির সাবেক চেয়ারম্যান ও পিএইচপি পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমান।
সভায় ২০২৪ সালের বিদায়লগ্নে বিগত বৎসরের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ২০২৫ সালের জন্য বাৎসরিক কর্মপরিকল্পনা, লক্ষ্যমাত্রা, বাজেট, প্রভৃতি বিষয়ে পর্ষদের বিভিন্ন সাব-কমিটির চেয়ারম্যান মহোদয়গণের বক্তব্য তুলে ধরা হয়। এছাড়া আগামীতে ব্যবসা বৃদ্ধি, বীমাদাবি দ্রুত পরিশোধ, ঝুঁকি নিয়ন্ত্রণ বিষয়ে গুরুত্বপুর্ন আলোচনা ও পদক্ষেপ গ্রহণ করা হয়।
সুফি মোহম্মদ মিজানুর রহমান বলেন, দেশের কল্যাণে এই বীমা কোম্পানীর জন্ম। কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়া আজ এ প্রতিষ্ঠান দেশের স্বনামে ধন্য।
এসময় তিনি সবাইকে যার যার অবস্থান থেকে কোম্পানির জন্য কাজ করার আহ্বান জানান।
পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, পিপলস ইস্যুরেন্স দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান এবং এর ঐতিহ্য রয়েছে। আমরা এ প্রতিষ্ঠান নিয়ে গবিত।
পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন বলেন, বাংলাদেশে বীমা যে কোনো ব্যবসার জন্য অপরিহার্য। এটি একটি অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে আর্থিক সুরক্ষা এবং মানসিক শান্তি প্রদান করে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক, পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ও মোহাম্মদ আলী হোসেন, পরিচালক কবির আহমেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, মোঃ আজিজুল হক, মিসেস জোৎস্না আরা বেগম, স্বতন্ত্র পরিচালক শোভিত বিকাশ বড়ুয়া, দিলশাদ আহমেদ এবং এমএমজি সারওয়ার, সাবেক পরিচালক মোহম্মদ শামসুল আলম ও সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশার মুকুল, উপদেষ্টা এম এইচ খালেদ, মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম আজিজুল হোসেন, সিএফও আবদুল্লাহ-আল-মবিন, কোম্পানি সচিব সরফরাজ হোসেন।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
পিডি/টিসি