চট্টগ্রাম: সীতাকুণ্ড পৌর জামায়াতের সাবেক আমীর ও বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক কর্মকর্তা আবদুল মান্নান (৭৫) ইন্তেকাল করেছেন।
রোববার (২২ ডিসেম্বর) রাত ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আবদুল মান্নান কিছুদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, ৫ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আবদুল মান্নানের মৃত্যুতে চট্টগ্রাম জেলা আমীর আলাউদ্দিন সিকদার, জেলা সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মো. তাহের, অ্যাসিট্যান্ট সেক্রেটারী কুতুব উদ্দিন শিবলী, পৌর সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েল, পৌর ওয়ার্ড সভাপতি মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিনসহ নেতৃবৃন্দ।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় সীতাকুণ্ড হাসান গোমস্তা জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এসি/টিসি