ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অ্যাডভোকেট আলিফ হত্যা: আরও এক যুবক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
অ্যাডভোকেট আলিফ হত্যা: আরও এক যুবক আটক  ...

চট্টগ্রাম: বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় রাজিব ভট্টাচার্য্য নামের এক যুবককে আটক করা হয়েছে।  

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তাকে আটক করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ।

রাজিব ফটিকছড়ির আব্দুল্লাপুর গ্রামের মৃত সুনীল ভট্টাচার্য্যের ছেলে। তিনি বর্তমানে কোতোয়ালী থানার বান্ডেল রোড এলাকায় ভাড়ায় থাকেন।

 

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজিব ভট্টাচার্য্য নামে একজনকে আটক করেছে ডিবি। হত্যাকাণ্ডের সময় ভিডিওচিত্রে রাজিবের উপস্থিতি ধরে তাকে আটক করা হয়। রাজিবকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।