ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৪, নভেম্বর ১০২৮

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
চট্টগ্রামে ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১৪, নভেম্বর ১০২৮

চট্টগ্রাম: ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৪ জন। এ নিয়ে ডেঙ্গু নভেম্বর মাসে আক্রান্ত হয় ১ হাজার ২৮ জন।

এছাড়া মাসে মারা গেছেন ১৬ জন। যা এ বছরের সর্বোচ্চ।
 

শনিবার (৩০ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে ডেঙ্গু নিয়ে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।  

প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৪ জনই সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এ দিন ডেঙ্গু আক্রান্ত কেউ মারা যাননি।

এবছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬৩ জন। এর মধ্যে নভেম্বর মাসে মাসে ডেঙ্গু আক্রান্ত ছিল ১ হাজার ২৮ জন। এ ছাড়া এবছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১ জনের। এর মধ্যে নভেম্বর মাসেই মারা গেছেন ১৬ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলানিউজকে বলেন, চলতি মাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগকে সতর্ক করার পাশাপাশি প্রতিটি সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা প্রয়োজন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ