ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আলোচিত সব সংস্কার প্রস্তাব বিএনপির ৩১ দফায় রয়েছে: তেনজিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
আলোচিত সব সংস্কার প্রস্তাব বিএনপির ৩১ দফায় রয়েছে: তেনজিং ...

চট্টগ্রাম: বর্তমানে দেশে আলোচিত সব সংস্কার প্রস্তাবই বিএনপির ৩১ দফায় অন্তর্ভুক্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং।

তিনি বলেন, আমরা সংস্কারের উদ্দেশ্য বলতে সেটিই বুঝি সংস্কারের মাধ্যমে সংবিধানের কয়েকটি বাক্য নয়; বরং মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

২০২২ সালের ১৯ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করেন। যুগপৎ আন্দোলনের রাজনৈতিক প্রতিশ্রুতির অংশ হিসেবে ২০২৩ সালের ১৩ জুলাই ‘সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে ৩১ দফা’ ঘোষণা করে বিএনপি।
গণতন্ত্র মঞ্চসহ অন্যান্য দলের সঙ্গে যুগপৎভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনকারী শক্তিগুলোর প্রতি বিএনপির প্রতিশ্রুতি ছিল এই ৩১ দফা।

সোমবার (১৮ নভেম্বর) সন্দ্বীপ উপজেলার বিভিন্ন বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘোষিত লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।  

গত তিনদিন সন্দ্বীপজুড়ে বিএনপির ৩১ দফা ঘোষিত লিফলেট বিতরণ করেন তেনজিং। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে কেন্দ্রীয় বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং গুপ্তচরা ঘাটে পৌঁছলে নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে বরন করেন। এরপর তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের উপজেলা কার্যালয়ে যান। ঐদিন দুপুরে উপজেলা কমপ্লেক্সে রাষ্ট্র সংস্কারে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা সম্বলিত লিফলেট কর্মসূচি তিনি উদ্বোধন করেন।  

বিএনপি নেতা তেনজিং বলেন, এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ধানের শীষে ভোট দিযে ক্ষমতায় আনতে হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ ৩১ দফা দাবির কথা জনগনের মাঝে আমাদের তুলে ধরতে হবে।  

এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. আবুল বশার, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী তালুকদার বাহাদুর, নাসিরুল কবির মনির তালুকদার, গাজী হানিফ ও কাজী এমদাদুর রহমান, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুুর রহমান শামীম, মাইন উদ্দিন, নাজিম উদ্দিন, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য আসিফ আকতার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী, যুগ্ম-সম্পাদক শওকত তালুকদার, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল আজিজ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও আরিফ উদ্দিন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক আনিস আক্তার টিটু, সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ কামাল, উপজেলা সেচ্ছাসেক দলের আহ্বায়ক শফিকুল আজম শামু, সদস্য সচিব শাহাদাত হোসেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বাবুল, সরকারি হাজী আবদুল বাতেন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আকরাম মুকুল, সরকারি হাজী আবদুল বাতেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান ও মুস্তাফিজুর রহমান কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ইয়াসিন রিয়াদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।