ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় আগুনে পুড়েছে ৬ বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
আনোয়ারায় আগুনে পুড়েছে ৬ বসতঘর ...

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ৬ বসতঘর।

সোমবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার কৈখাইন উত্তরপাড়া রাহাতের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্তরা হলেন- কৈখাইন গ্রামের চুন্নু মিয়ার পুত্র নুর মোহাম্মদ (৬৫), সাহেব মিয়া (৪০), মোহাম্মদ ইউনুসের পুত্র দিদার মিয়া (৩০), মহিউদ্দিন (২৮), মো. দেলোয়ার (২৫) ও কন্যা মরিয়ম বেগম (৩০)।

কৈখাইন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন জ্বলতে দেখা যায়।

ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরো পরিবার এখন নিঃস্ব।  

আনোয়ারা ফায়ার স্টেশনের কর্মকর্তা মংসুইনু মারমা বলেন, ভোররাতে ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টার চেষ্টায় আমাদের একটি ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।