ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রামের নতুন কমিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রামের নতুন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক

চট্টগ্রাম: বাংলাদেশ প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।  

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবদুল মতিন ও সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার স্বাক্ষরিত পাঠানো চিঠিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

কমিটিতে মো. শরীফুল ইসলাম পাটোয়ারীকে সভাপতি ও মো. নুরুজ্জামালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ১৭ সদস্য বিশিষ্ট এই জেলা কমিটির অন্যান্য কর্মকর্তা ও নির্বাহী সদস্যরা হলেন- নিধু রঞ্জন দে (সিনিয়র সহসভাপতি), সুমন নন্দী (সহসভাপতি), মো. মুছা (যুগ্ম সাধারণ সম্পাদক), প্রশান্ত দাশ (সহ সাধারণ সম্পাদক), রবিউল হোসেন (সাংগঠনিক সম্পাদক), মো. আব্দুল মাবুদ (অর্থ সম্পাদক), মো. আজাদ আহমেদ (দপ্তর সম্পাদক), মো. নাছির উদ্দিন (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), শাহেদা বেগম (মহিলা বিষয়ক সম্পাদক), মো. রবিউল ইসলাম (প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক), 

কার্যকরী সদস্যরা হলেন, অসীম কর্মকার, চেমন আরা বেগম, মো. সরওয়ার কামাল, মো. ফিরোজ হোসেন ও আবুল বশর।

 

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।