ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ময়মনসিংহে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
ময়মনসিংহে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ময়মনসিংহে অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন/ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। সোমবার (০২ জানুয়ারি) সকালে নগরীর সার্কিট হাউজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম।

জেলা ক্রীড়া সংস্থার সাজ্জাদ জাহান চৌধুরী বাংলানিউজকে জানান, ময়মনসিংহে সার্কিট হাউজ মাঠে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
এমএএএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।