ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

আইসিসির মার্চের সেরা ক্রিকেটার শ্রেয়াস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২০, এপ্রিল ১৫, ২০২৫
আইসিসির মার্চের সেরা ক্রিকেটার শ্রেয়াস ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শ্রেয়াস আইয়ার। ভারতকে শিরোপা জেতানোয় রেখেছেন বড় অবদান।

আর তারই পুরস্কার পেয়েছেন এবার। মার্চ মাসের সেরা ক্রিকেটারের খেতাব পেয়েছেন তিনি।

আজ নিজেদের ওয়েবসাইটে মার্চ মাসের সেরা হিসেবে শ্রেয়াসের নাম ঘোষণা করে আইসিসি। মাসটিতে যদিও সবমিলিয়ে তিনটি ইনিংস খেলেছেন ভারতীয় এই ব্যাটার। তবে তিনটিই ছিল কার্যকরী ইনিংস। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৭৯ রান। পরের ম্যাচে সেমিফাইনালে তার ব্যাট থেকে আসে ৪৫ রান।  

ফাইনালেও ধারাবাহিকতা ঠিক রাখেন শ্রেয়াস। করেন ৪৮ রান। আসরে দলের সফলতম ব্যাটার ছিলেন তিনিই। এই পুরস্কার জিতে সম্মানিত বোধ করছেন শ্রেয়াস। তিনি বলেন, ‘মার্চ মাসে আইসিসি প্লেয়ার অব দা মান্থ হয়ে আমি সত্যিই সম্মানিত। এই স্বীকৃতি অবিশ্বাস্যরকমের স্পেশাল, বিশেষ করে এমন এক মাসে, যেখানে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি উঁচিয়ে ধরেছি, যে মুহূর্তটি আমি আজীবন লালন করব। ’

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ