ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মুজিব শতবর্ষে ১৯ কোটি টাকা লোপাটের অভিযোগ, বিসিবিতে দুদকের অভিযান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, এপ্রিল ১৫, ২০২৫
মুজিব শতবর্ষে ১৯ কোটি টাকা লোপাটের অভিযোগ, বিসিবিতে দুদকের অভিযান বিসিবি ও দুদকের লোগো/সংগৃহীত ছবি

মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে বড় অঙ্কের অর্থ জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুপুরে দুদকের দুই সহকারী পরিচালক আল আমিন ও মাহমুদুল হাসান বিসিবি কার্যালয়ে গিয়ে প্রায় ১ ঘণ্টার অভিযান চালান।

তারা জানান, ২০২০-২১ সালে মুজিব ১০০ প্রোগ্রামে খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা, কিন্তু প্রকৃত ব্যয় ছিল মাত্র ৭ কোটি। অর্থাৎ প্রায় ১৯ কোটি টাকার হদিস নেই।

এছাড়া কনসার্টের টিকিট বিক্রি বাবদ পাওয়া ২ কোটি টাকাও আয় হিসেবে দেখানো হয়নি। সব মিলিয়ে আত্মসাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

তারা আরও বলেন, বিপিএলের টিকিট বিক্রিতেও রয়েছে অস্বাভাবিক গড়মিল। আট আসরে যেখানে আয় দেখানো হয়েছে ১৫ কোটি, সেখানে শুধু শেষ আসরেই আয় দেখানো হয়েছে ১৩ কোটি টাকা।

তৃতীয় বিভাগের দল নির্বাচনের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ পেয়েছে দুদক। আগে ফি বেশি থাকায় কম দল নাম লেখালেও, এবার ফি কমানোয় হঠাৎ ৬০টি ক্লাব আবেদন করে—যা নিয়ে তদন্ত চলছে।

সব অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।