ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সিরিজ নির্ধারণী ম্যাচে অনিশ্চিত কিউই অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
সিরিজ নির্ধারণী ম্যাচে অনিশ্চিত কিউই অলরাউন্ডার ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাপেল-হ্যাডলি ট্রফির শেষ ম্যাচে নাও খেলতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা মিচেল সান্টনার। পায়ের ইনজুরিতে ভুগছেন  নিউজিল্যান্ডের ২৪ বছর বয়সী এ অলরাউন্ডার।

রোববার (০৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

সোমবার (০৮ ফেব্রুয়ারি) হ্যামিল্টনে তৃতীয় ও শেষ ওয়ানডের অলিখিত ফাইনালে কিউইদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা। প্রথম ম্যাচে ব্ল্যাক ক্যাপসরা ১৫৯ রানের উড়ন্ত জয় পেলেও চার উইকেটের জয়ে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় অজিরা।

এ সিরিজে এখন পর্যন্ত অন্যতম সেরা পারফর্মার সান্টনার। প্রথম দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে ৮০ রান। দুই ম্যাচেই তিনি অপরাজিত থাকেন। বল হাতে নেন পাঁচ উইকেট।

দ্বিতীয় ওয়ানডেতে (৬ ফেব্রুয়ারি) ইনজুরি আক্রান্ত হন সান্টনার। এ ম্যাচে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন এ বাঁহাতি অলরাউন্ডার। ব্যাটিংয়ে ৪৫ রানে অপরাজিত থাকার পর বোলিং প্রান্তে উসমান খাজা, ডেভিড ওয়ার্নার ও ম্যাথু ওয়েডের উইকেট তুলে নেন।

এদিকে, শেষ পর্যন্ত সান্টনার ছিটকে গেলে তার জায়গায় খেলতে পারেন ইশ সোধি। তার বিকল্প হিসেবে ইতোমধ্যেই স্কোয়াডে যুক্ত হয়েছেন ২৩ বছর বয়সী এ লেগস্পিনার ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।