ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

রহমতগঞ্জকে উড়িয়ে জয়ে ফিরল কিংস 

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
রহমতগঞ্জকে উড়িয়ে জয়ে ফিরল কিংস 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস। আগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে হার ভুলে ঘুরে দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচে কিংসের পাশাপাশি দারুণ সব আক্রমণ সাজিয়েছে রহমতগঞ্জও। তবে ভাগ্য সহায় ছিল না পুরান ঢাকার ক্লাবটির। বেশ কয়েকটি পরিষ্কার সুযোগ তৈরি করলেও গোলে রূপান্তর করতে পারেননি তারা।

কিংস অ্যারেনায় ম্যাচের ১০ মিনিটে জনাথন ফার্নান্দেসের গোলে এগিয়ে যায় কিংস। রিমনের দূরপাল্লার শট সোহেল রানার পায়ে লেগে থেমে যাওয়া বলে পা চালিয়ে জালে পাঠান এই ব্রাজিলিয়ান। ১২ মিনিটেই ম্যাচে ফেরে রহমতগঞ্জ। চোখ জুড়ানো ফ্রি কিকে বল জালে জড়ান নাবিব নেওয়াজ জীবন।  

২০ মিনিটে মিগেলের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ফেরান হাবিব বিপু। বিরতিতে যাওয়ার আগে আবারও লিড নেয় কিংস। বক্সের মধ্যে মিগেলকে ফাউল করেন মেহেদী। স্পট কিকে কোনো ভুল করেননি ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।  

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় কিংস। সমানতালে লড়তে থাকে রহমতগঞ্জও। তবে ব্যবধান তো কমাতে পারেনি উল্টো আরো গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পরে পুরান ঢাকার দলটি। ৫৪ মিনিটে বক্সের বাইরে থেকে মিডফিল্ডার সোহেলের জোরালো শট গোলরক্ষক হাবিব ঠিকমতো প্রতিহত করতে না পারলে জালে জড়িয়ে যায়।

৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোল প্রায় পেয়েই গিয়েছিলেন মিগেল। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসলে তাকে হতাশ হতে হয়। ৭৬ মিনিটে হেডে কিংসের গোলের হালি পূর্ণ করেন ডিফেন্ডার তপু বর্মন। তার ৩ মিনিট পর মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। তবে কিংস গোলরক্ষককে একা পেয়েও পরাস্ত করতে পারেননি স্যামুয়েল বোয়েটাং। ঘানার ফরোয়ার্ডের নেওয়া শট ফিস্ট করে কিংসকে রক্ষা করেন গোলরক্ষক জিকো। পরে আর কোনো গোল না হলে  ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এআর/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।