ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

মাঠে ফিরে রান পেলেন শান্ত, রংপুরকে জেতালেন নাঈম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
মাঠে ফিরে রান পেলেন শান্ত, রংপুরকে জেতালেন নাঈম

লম্বা সময় মাঠে ফিরে রান পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবুও অবশ্য জিততে পারেনি দল।

এনসিএল টি-টোয়েন্টিতে শনিবার বিকেলের আরেক ম্যাচে হাফ সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন নাঈম ইসলাম।

একাডেমি মাঠে রাজশাহীকে পাঁচ উইকেটে হারিয়েছে বরিশাল। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৪ রান করে রাজশাহী। পরে ওই রান তাড়ায় নেমে ৩ বল হাতে রেখে জয় পায় বরিশাল।  

লম্বা চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফেরেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫ চার ও ৪ ছক্কায় ৫৪ বলে ৮০ রান করেন তিনি। ৩৩ বলে ৪৭ রান করেন হাবিবুর রহমান সোহান। বরিশালের হয়ে দুই উইকেট করে নেন মেহেদী হাসান ও মঈন খান।

রান তাড়ায় নেমে ৭৯ রানের উদ্বোধনী জুটি পায় বরিশাল। ২৪ বলে ৩৫ রান করে ইফতেখার হোসেন ইফতি আউট হন। আরেক ওপেনার আব্দুল মজিদ ৩৯ বলে করেন ৫৩ রান।

তাদের বিদায়ের পর বরিশালকে জয়ের পথে এগিয়ে নেন ফজলে মাহমুদ রাব্বি। ৩৪ বলে ৫৬ রান করে শফিকুল ইসলামের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। তবে শেষদিকে সালমান হোসেনের ১২ বলে ২১ ও মঈন খানের ৮ বলে ১৫ রানের ইনিংসে জয় পায় বরিশাল।

মূল মাঠে সিলেটকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১২০ রান করে সিলেট। ওই রান তাড়ায় নেমে ১৫ ওভার ৪ বল খেলেই জয় পায় রংপুর।

সিলেটের হয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন তোফায়েল আহমেদ। ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫১ রান করেন তিনি। ২৫ বলে ৩১ রান করেন ওপেনার জিসান আলম। রংপুরের হয়ে ৪ ওভারে ১৭ রানে দুই উইকেট তুলে নেন আরিফ আহমদ, দুই উইকেট নেন এনামুল হক।

রান তাড়ায় নেমে রংপুরের হয়ে ৩৫ বলে ৫০ রান করে আউট হন নাঈম ইসলাম। ১২ বলে ২৯ রান করেন আব্দুল্লাহ আল মামুন। সিলেটের হয়ে ৩ ওভারে ১০ রান দিয়ে দুই উইকেট পান পেসার এবাদত হোসেন।  

বাংলাদেশ সময় : ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।