ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের শিরোপা জেতা হয়েছে আগেই। বাকী ছিল শিরোপা উদযাপন অনুষ্ঠানের।
উৎসবের রাতে তারকাদের মিলনমেলায় আলোকিত হয়েছিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। শুধু ক্রিকেটাঙ্গনের তারকারাই নন উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, মডেল-অভিনয়শিল্পী সুজানা, চলচ্চিত্র অঙ্গনের তারকা দম্পতি অন্তত-বর্ষা।

undefined
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ দেশীয় ক্রিকেটার লিটন দাস, রনি তালুকদার, ইমরুল কায়েস, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বিদের হাতে বিপিএলের রেপ্লিকা ট্রফি তুলে দেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল। অনুষ্ঠানে ছিলেন সাবেক আইসিসি সভাপতি ও পরিকল্পণামন্ত্রী আহম মুস্তফা কামাল।
এ সময় তিনি বলেন, যে দলে মাশরাফির মতো নেতা আছে, তারাতো চ্যাম্পিয়ন হবেই।
নাফিসা কামাল বলেন, ক্রিকেটারদের নিবিড় অধ্যাবসায় তো ছিলই। পাশাপাশি কোচিং স্টাফদের নিরলস পরিশ্রমের কারণেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।

undefined
রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্বরা এসেও অনুষ্ঠানটিকে আলোকিত করেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উৎসব-অনুষ্ঠানে যোগ দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও রেলমন্ত্রী মো. মুজিবুল হক।
বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এসকে