ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

আগরতলা

আগরতলায় দুই বাংলাদেশি নারী আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:৪১ পিএম, জানুয়ারি ২০, ২০২৫
আগরতলায় দুই বাংলাদেশি নারী আটক  আটকরা

আগরতলা (ত্রিপুরা): আগরতলার ত্রিপুরায় বাংলাদেশি দুই নারীকে আটক করা হয়েছে।  

সোমবার (২০ জানুয়ারি) আগরতলা রেলওয়ে স্টেশনের জি আর পি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন দাস সংবাদ মাধ্যমকে জানান, গোপন খবরের ভিত্তিতে রেশমা খান (৩৬) এবং হোসনারা আক্তার (৩০) নামে দুই নারীকে আটক করা হয়।

তাদের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে- বাংলাদেশ থেকে নারী-পুরুষদের অবৈধভাবে ভারতীয় ভূ-খণ্ডে প্রবেশ করানোর কাজ করে থাকেন তারা। এ বিষয়ে কথা বলতে তারাও ভারতীয় ভূ-খণ্ডে প্রবেশ করেছে অবৈধভাবে।  

জিআরপি থানার নারী অফিসারদের একটি টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। আগরতলা এবং এই মামলার সঙ্গে আরও অনেকে গ্রেপ্তার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জানার চেষ্টা করছে আগরতলায় কেন তারা এসেছিল এবং তাদের সঙ্গে ত্রিপুরা রাজ্যে কারা রয়েছে।  

ওসি আরও জানান, তাদের আদালতে তুলে রিমান্ডের আবেদন জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৫
এসসিএন/আরএ 

বাংলাদেশ সময়: ৪:৪১ পিএম, জানুয়ারি ২০, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।