ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আগরতলা

ত্রিপুরায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
ত্রিপুরায় উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

আগরতলা, (ত্রিপুরা): বিশ্বের সাথে তাল মিলিয়ে সোমবার (১৭ জুন) ত্রিপুরা রাজ্যেও উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।  

এই উপলক্ষে রাজ্যের প্রতিটি মসজিদে আজ বিশেষ নামাজের আয়োজন করা হয়।

 

রাজ্যের রাজধানী আগরতলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় শিবনগরের গেদু মিয়ার মসজিদের ঈদগা ময়দানে।  সকালে প্রচুর সংখ্যক মুসল্লিরা ঈদ জামাতে সমবেত হন ও নামাজ আদায় করেন।

ঈদুল আজহা প্রসঙ্গে গেদু মিয়া মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুর রহমান বলেন, ত্যাগের মধ্য দিয়ে সৎ মানুষ হওয়ার অনুশীলন হলো এই ঈদুল আজহা। তিনি রাজ্যবাসী এবং দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন।

এদিন ঈদের নামাজ পাঠ শেষে ওই মসজিদে উপস্থিত সবাই একে অন্যকে আলিঙ্গনে জড়িয়ে ধরে ঈদের খুশি ভাগ করে নেন।

ঈদ জামাতে শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
এসসিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।