ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আগরতলা

ত্রিপুরার ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
ত্রিপুরার ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন শুরু

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন আজ শুক্রবার (২৪ মার্চ) থেকে শুরু হলো। এদিন প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস সভার সূচনা করেন।

প্রথমেই ভোটের মাধ্যমে স্পিকার নির্বাচন করার ঘোষণা দেন প্রোটেম স্পিকার।  কিন্তু শুরুতেই বিরোধী তিপ্রা মথা দলের সদস্যরা তাদের বসার আসন সঠিক হয়নি অভিযোগ এনে সভা থেকে ওয়াকআউট করেন। এরপর নির্ধারিত সূচি অনুসারে সদস্যরা ভোট দেন।

ভোট প্রক্রিয়া শেষে প্রোটেম স্পিকার বিনয় ভূষণ দাস জানান- সভায় বৈধ ভোটার ৫৯ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৪৬ জন। তাদের মধ্যে ৩২টি ভোট পেয়েছেন বিজেপির স্পিকার প্রত্যাশী বিশ্ববন্ধু সেন এবং ১৪টি ভোট পেয়েছেন বিরোধী প্রার্থী গোপাল রায়।

তাই বিশ্ববন্ধু সেনকে স্পিকার হিসেবে অন্যান্য সদস্যরা আসনে বসিয়ে দেন। এরপর রাজ্যপাল নারায়ন আর্য্য সভায় বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এসসিএন/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।