ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

পর্যটন

বাংলাদেশে শিগগিরই ফ্লাইট চালু করবে ফ্লাইনাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
বাংলাদেশে শিগগিরই ফ্লাইট চালু করবে ফ্লাইনাস ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে নিয়মিত যাত্রী পরিবহনে আগ্রহী সৌদি আরবের অন্যতম উড়োজাহাজ সংস্থা ফ্লাইনাস। ইতোমধ্যেই ঢাকায় প্রুভেন ফ্লাইট অপারেট করেছে সংস্থাটি।

বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই শেষে শিগগিরই ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে এয়ারলাইনটির।

ফ্লাইনাসের বাংলাদেশ প্রতিনিধি সামসুল আলম খন্দকার এ তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, গত ৭ জানুয়ারি রাতে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল একটি ফ্লাইটে ঢাকায় আসে। সেখানে ফ্লাইনাস ছাড়াও সৌদি সিভিল এভিয়েশনের কর্মকর্তারা ছিলেন। ফ্লাইটটি পরদিন (রোববার) দুপুরে ঢাকা ত্যাগ করে। প্রুভেন ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। আমরা আশা করছি, শিগগিরই নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করতে পারব।

সৌদি আরবের নেতৃস্থানীয় এয়ারলাইন ফ্লাইনাস যাত্রা শুরু করে ২০০৭ সালে। বর্তমানে এটি ৩৫টি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক গন্তব্যে সপ্তাহে ১৫০০টিরও বেশি ফ্লাইট পরিচালনা করছে। প্রদত্ত সুযোগ-সুবিধার জন্য ২০১৫ থেকে ২০২০ সাল পর্যস্ত পর পর ছয় বছর ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যাওয়ার্ডস থেকে পুরস্কার অর্জন করেছে ফ্লাইনাস।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এমকে/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।