ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

পর্যটন

রাঙামাটিতে ২ দিনে ১৬ হাজার পর্যটক, খুশি ব্যবসায়ীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
রাঙামাটিতে ২ দিনে ১৬ হাজার পর্যটক, খুশি ব্যবসায়ীরা

রাঙামাটি: প্রকৃতির বহু রূপের বৈচিত্র্যময় পার্বত্য জেলা রাঙামাটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। গত দু’দিনে রাঙামাটি শহর ও এ জেলার আরেক পর্যটন নগরী সাজেক মিলে ১৬ হাজারের মতো পর্যটকের সমাগম হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে জানা গেছে।

এমনিতেই রাঙামাটি প্রকৃতির রঙে রঙিন থাকে। এরমধ্যে শীত ঝেঁকে বসেছে। অর্থাৎ চলছে শীতের মৌসুম। আবার বছরের শেষ সময় ডিসেম্বর মাস। লেখাপড়ার পাঠ চুকিয়ে নিয়েছেন শিক্ষার্থীরা।

নগরীর এক ঘেঁয়েমি জীবনের অবসাদ কাটাতে জেলার বাইরের পর্যটকরা স্বস্তির নিশ্বাস নিতে প্রকৃতির অনিন্দ্য শহর খ্যাত রাঙামাটিতে পরিবার নিয়ে ছুটে আসছেন। পর্যটকরা আসায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীর যেমন বেজায় খুশি তেমনি ব্যস্ত সময় পার সময় করছেন তারা।

জেলার শহরের অন্যতম পর্যটন স্পট ঝুলন্ত সেতু, পলওয়ের পার্ক, সুবলং ঝরনা, কাপ্তাই-রাঙামাটি সংযোগ সড়ক এবং প্রকৃতির আরেক রূপ সাজেকের পর্যটন স্পটগুলোতে পর্যটকরা সময় কাটাচ্ছেন।

ঢাকার রামপুরা থেকে বেড়াতে আসা ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ বলেন, অনেক দিন পর রাঙামাটিতে বেড়াতে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। বিয়ের আগে অনেকবার এলেও এবার স্ত্রী-সন্তান নিয়ে প্রিয় জায়গায় বেড়াতে এসে আরও ভালো লাগছে।  

ঢাকার নাজনীন নাহার বলেন, এখানে আসতে পেরে ভালো লাগছে। এখানে বেড়ানোর পর খাগড়াছড়ি ও সাজেকে যাব।

সাজেক কটেজ মলিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, গতকাল ও আজ সাজেকে প্রায় সাত হাজারের মতো পর্যটক এসেছে। বেশিরভাগ কটেজ এখনো বুকিং রয়েছে।

পাহাড়ের বিদ্যমান পরিস্থিতির কারণে বেশ কয়েক মাস তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে তার কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে তিনি আশাবাদী।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, গত সপ্তাহ থেকে রাঙামাটিতে ভালো পর্যটক আসতে শুরু করে। গত দু’দিনে এখানে আট হাজারের অধিক পর্যটক সমাগম হয়েছে। বর্তমানে হোটেলের ৮০ শতাংশ বুকিং রয়েছে।

পরিস্থিতি ভালো থাকলে ব্যবসা ভালো হবে বলে আশাবাদী তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।