ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বসুন্ধরা শুভসংঘ

চর আগস্তিতে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিশুরা পেল নতুন বই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
চর আগস্তিতে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিশুরা পেল নতুন বই

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন সাগরের বুকে জেগে ওঠা দুর্গম চরাঞ্চল চর আগস্তি। গলাচিপা উপজেলার দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের মোহনায় দুর্গম এ ইউনিয়ন।

সাগরের বুকে গড়ে ওঠা এই চরটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য নিদর্শন হলেও শিক্ষার ক্ষেত্রে এখানকার শিশুরা চরমভাবে পিছিয়ে রয়েছে। তবে শিক্ষার আলো ছড়াতে এগিয়ে এসেছে বসুন্ধরা শুভসংঘ।

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চর আগস্তি বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিশুদের নতুন বই বিতরণ করা হয়েছে। সোমবার (০৬ জানুয়ারি) সকাল ১০টায় বসুন্ধরা শুভসংঘ স্কুলের হল রুমে শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়। বই পেয়ে শিশুদের চোখে-মুখে দেখা যায় অপরিসীম আনন্দ।

শিক্ষার্থী আয়েশা বলে, আমাগো স্কুলে সব আছে। বছরের শুরুতে নতুন বই খাতা-কলম পাই। গরমের দিনে ফ্যান চলে, আবার শীতে কোম্বলও দেয়। এহন লেহাপড়া করতে আর সমস্যা হয় না।  

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী জিসান বলে, নতুন ক্লাসে নতুন বই পড়তে আনন্দ লাগে। নতুন বই পাইয়া আমরা অনেক খুশি।

শিক্ষক ঝুমুর চৌধুরী বলেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষার প্রতি মনোযোগী হতে সাহায্য করবে এবং চরাঞ্চলের শিক্ষার অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে।

ইউপি সদস্য আবু সায়েম গাজী বলেন, আমাদের লক্ষ্য দুর্গম এলাকার শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ শিক্ষাসহ মানবিক কাজ করে যাবে।  

তিনি আরো বলেন, চর আগস্তি এলাকায় বসুন্ধরা গ্রুপের এমন মানবিক উদ্যোগ স্থানীয় বাসিন্দাদেরও অনুপ্রাণিত করেছে। আশা করা হচ্ছে, এই উদ্যোগের মাধ্যমে চরাঞ্চলের শিশুরা আরো এগিয়ে যাবে।  

বই বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক শিরিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবু সায়েম গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ওয়ার্ড শালহার সাধারণ সম্পাদক গণি আকন, গণ অধিকার পরিষদের সদস্য ইব্রাহিম প্যাদা, যুবদল কর্মী জসিম হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ