ঢাকা, বুধবার, ১৮ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

আজ ঈদ ফ্রান্সে, বাঙালি কমিউনিটির মিলনমেলা

মুমিন আনসারি, প্যারিস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
আজ ঈদ ফ্রান্সে, বাঙালি কমিউনিটির মিলনমেলা

দীর্ঘ ঊনত্রিশ দিনের সিয়াম সাধনা শেষে শনিবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা গেলো ফ্রান্সে। সে অনুযায়ী ফ্রান্সের প্রায় সব মসজিদেই রোববার ঈদের নামাজের আয়োজন করা হয়েছে।

সাপ্তাহিক ছুটির দিনে ঈদের আয়োজন হওয়ায় মুসলমান সমাজে যোগ হয়েছে আনন্দের অন্য মাত্রা।

এদিকে, ঈদ উদযাপনের লক্ষ্যে প্যারিসেই বেশ কয়েকটি মিলনমেলার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশিদের ভিড়ে জমে ওঠে এই মেলাগুলোয়। ঈদের নামাজ শেষ করেই ছুটে যান সবাই। যেন দীর্ঘদিন পর দেখা মিলে স্বদেশিদের সঙ্গে। প্রতিটি মেলা হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। সারাদিন ধরে আড্ডা, গান আর শিশুদের সঙ্গে মেতে ওঠেন অভিভাবকেরা। যেন জীবনের একঘেয়েমি কাটাতে ফিরে যান দুর্লভ শৈশবের স্মৃতিচারণে।

বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের (বিসিএফ) সাধারণ সম্পাদক নাজমুল কবির জানান, আমরা এবারে বাংলাদেশ শ্রমিক গ্রুপের সঙ্গে একাত্ম হয়ে মিলনমেলার আয়োজন করেছি। প্যারিসের পার্ক দু লা ভিলেতে আমাদের আয়োজন অনুষ্ঠিত হবে। প্রতি বছরের জনসমাগম ও ভিড় ঠেকাতে এবার ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সংগঠন মিলনমেলার আয়োজন করেছে।

তিনি আরও জানান, বাচ্চাদেরকে বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে বিভিন্ন অ্যাক্টিভিটির আয়োজন করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশিদের জন্য গানের ব্যবস্থা থাকবে। নির্দিষ্ট কোনো শিল্পী নয়, তবে কমিউনিটির যে কেউ শিল্পী হওয়ার সুযোগ পাবেন। তাছাড়া, নিরাপত্তা বিধানের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি আমরা।

এদিকে, রিগ্রুপমেন্ট ফামিলিয়াল, বুড়িচং অ্যাসোসিয়েশন, বরিশাল বিভাগ অ্যাসোসিয়েশন ও নড়াইল জেলা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আরেকটি মিলনমেলার আয়োজন করা হয়েছে। বিশ্ববিখ্যাত লুভর যাদুঘরের নিকটে তুইলেরি পার্কে এই আয়োজন করা হয়েছে। বর্ণিল এই অনুষ্ঠানে রয়েছে ঈদ উৎসব ও শিশুদের ঈদ সেলামির বিশেষ আয়োজন।

প্যারিস ছাড়াও ফ্রান্সের লিয়ন শহর ও তুলুজ শহরেও বাঙালি কমিউনিটির মাঝে ঈদের আমেজ ছড়িয়েছে। তারাও নিজেদের মধ্যে ঈদ উদযাপনের জন্যে মিলন মেলার আয়োজন করেছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।