ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

যুবলীগের স্পেন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

জিয়াউল হক জুমন, গেস্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
যুবলীগের স্পেন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

স্পেন থেকে: স্পেন আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় স্পেন যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে দেশটির রাজধানী মাদ্রিদের একটি রেস্তোরাঁয় এ আলোচনা সভার আয়োজন করা হয়।

 

স্পেন আওয়ামী লীগের সভাপতি এস. আর. আই. এস. রবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তামিম চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, সহ-সভাপতি একরামুজ্জামান কিরণ, সহ-সাধারণ সম্পাদক এফ এম ফারুক পাবেন, সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারসহ অনেকে।

দ্বিতীয় পর্বে স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এফ রবিন মোট ১৯ সদস্য বিশিষ্ট যুবলীগ স্পেন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এ আহ্বায়ক কমিটির মেয়াদ চার মাস।

নতুন কমিটির আহ্বায়ক ইফতেখার আলম, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সোহাগ, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক সালা উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হানিফ মিয়াজী, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান, যুগ্ম আহ্বায়ক মাহি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক পিয়াস পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মো. সাগর, যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদার, যুগ্ম আহ্বায়ক জামিল আহমদ।

এর সদস্যরা হলেন মাসুম শেখ, তাহেদ আহমদ, এমদাদ হোসেন, আল আমিন, আশরাফুল সুবেদার, ফারহান প্রীতম, আহসান হাবিব নিশান, শিব্বির আহমদ।  

এসময় বক্তারা বলেন, বাংলাদেশকে একটি উন্নত আধুনিক দেশে রূপান্তর করতে শেখ হাসিনার বিকল্প নেই।  

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে এলাকায় কাজ করার আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।