ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

আট জেলায় বিদ্যুৎ!

ডেস্ক নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৪
আট জেলায় বিদ্যুৎ!

ঢাকা: বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর বিকেল ৫টার পর কয়েক দফায় দেশের আটটি জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

জেলাগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ফেনী, কুষ্টিয়া, নাটোর, কুমিল্লা।

এ জেলাগুলোতে বিকেল ৫টা থেকে কয়েক দফায় বিদ্যুৎ এসেছে।

এছাড়াও নরসিংদী জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে বলে দাবি করেছে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি বিভাগের পরিচালক প্রকৌশলী সাজ্জাদুর রহমান।
 
এদিকে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে কুইক রেন্টালের চারটি ও গ্যাস টারবাইনের একটি ইউনিটে উৎপাদন শুরু করা হয়। তবে, এ বিদ্যুৎ জাতীয় গ্রিডেও যোগ হচ্ছে।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে এই পাঁচ ইউনিটে উৎপাদন শুরুর কিছুক্ষণ পরেই ফের বন্ধ হয়ে যায়। এরপর আবার মেরামত শেষে দুই ঘণ্টা পর উৎপাদন শুরু হয়।

আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নয়টি ইউনিট একযোগে বন্ধ হওয়ার কারণে জাতীয় গ্রিডে প্রায় একহাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এর ফলে ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকাসহ আশপাশের ছয়টি জেলায় বিদ্যুৎ বিতরণ বন্ধ ছিল।

** স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ
** ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বিদ্যুৎ!
**কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু
** অন্ধকারে দেশ, কারণ অনুদঘাটিত
** অন্ধকারে কাত্যায়নী পূজার লাখো দর্শনার্থী
**আলো জ্বলেনি সংসদে
** সারাদেশ বিদ্যুৎহীন
** বিদ্যুৎ বিভ্রাটে প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ
** সিলেটে বিপর্যয় কাটিয়ে সচল পিজিসিবির ৭ সাবস্টেশন
** ভোলায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক!
** ময়মনসিংহ শহরে বিদ্যুৎ আছে, নেই উপজেলায়

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।