ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
কোম্পানীগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক বিএনপি নেতা গ্রেফতার  হুময়ূন কবির পলাশ

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি হুময়ূন কবির পলাশকে (৫৪) গ্রেফতার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে ঢাকার মতিঝিল এলাকা থেকে একটি সিআর সাজা ও পাঁচটি সিআরসহ ছয়টি পরোয়ানাভুক্ত চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি পলাশকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, পলাশের নামে একটি মামলায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজাসহ গ্রেফতারি পরোয়ানা এবং পাঁচটি মামলায় পাঁচটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।