ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার চায় ওয়ার্কার্স পার্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার চায় ওয়ার্কার্স পার্টি

রাজশাহী: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারসহ মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মহানগর ওয়ার্কার্স পার্টি।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে থাকা দলীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে মহানগর যুবমৈত্রী, ছাত্রমৈত্রী, শ্রমিক ফেডারেশনসহ নারী মুক্তি সংসদের নেতাকর্মীরা অংশ নেন।  

প্রথমে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন শ্লোগানে- শ্লোগানে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ওয়ার্কার্স পার্টি সভাপতি লিয়াকত আলী লিকু এতে সভাপতিত্ব করেন।

সমাবেশ থেকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করার দাবি জানিয়ে ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, ঘাপটি মেরে থাকা স্বাধীনতা বিরোধী অপশক্তি রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে। মাঝেমধ্যেই তারা তাদের সরব উপস্থিতির জানান দিচ্ছে। তাদের প্রতিহত করতে স্বাধীনতা সংগ্রামের পক্ষের সব শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।

ওয়ার্কার্স পার্টি যে কোনো লড়াইয়ের জন্য সবসময় প্রস্তুত আছে এমন ঘোষণা দিয়ে তারা বলেন, যারা রাজনৈতিক ফায়দা লুটতে অতীতের মতো আবারও সন্ত্রাস ও জঙ্গিবাদের আশ্রয় নেবে, রাজপথে তাদের শক্ত হাতে দমন করা হবে। সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের প্রশ্নে ওয়ার্কার্স পার্টি কখনো আপোষ করেনি; করবেও না।

মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু সমাবেশটি সঞ্চালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, মহানগর সম্পাদকমণ্ডলির সদস্য আইনজীবী এন্তাজুল হক বাবু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, মহানগর সম্পাদকমণ্ডলির সদস্য আব্দুল মতিন, সিরাজুর রহমান খান, মনির উদ্দিন পান্না, নাজমুল করিম অপু, মহানগর যুবমৈত্রীর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মতিউর রহমান মতি, মহানগর ওয়ার্কার্স পার্টির সদস্য সীতানাথ বণিক, আলমগীর হোসেন, কাশিয়াডাঙ্গা থানার সভাপতি শামীম ইমতিয়াজ, চন্দ্রিমা থানার সভাপতি শাহীদ হোসেন শিশির, সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন জাহিদ, জেলা নারী মুক্তি সংসদের সাধারণ সম্পাদক শাহীনুর বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
এসএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।