ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

কালিগঞ্জে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
কালিগঞ্জে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কসহ আটক ৪

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির সমাবেশ। এ সময় সমাবেশস্থল থেকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসানসহ চারজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে ইউনিয়ন বিএনপির সমাবেশ চলছিল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তারিকুল হাসান।

সমাবেশ চলাকালে কালিগঞ্জ থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে কর্মসূচি বন্ধ করে দেয়। এসময় আটক করা হয় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক এসএম হাফিজুর রহমান বাবু ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহিনুর রহমানকে।

কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির চার নেতাকে থানায় নিয়ে আসা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।