ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি কখনোই আওয়ামী লীগের সঙ্গে টক্কর দিতে আসবে না 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
বিএনপি কখনোই আওয়ামী লীগের সঙ্গে টক্কর দিতে আসবে না 

ব্রাহ্মণবাড়িয়া: কেন্দ্রীয় কৃষকলীগের অর্থ সম্পাদক নাজির মিয়া বলেছেন, যুদ্ধাপরাধী পক্ষের শক্তি হওয়ায় বিএনপি কোনো দিন ক্ষতমায় আসতে পারবে না। কেউ অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চাইলে কৃষকলীগ তা প্রতিহত করবে।

 

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কৃষকলীগের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  

এছাড়াও তিনি বিএনপির সরকার গঠন প্রসঙ্গে বলেন, খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান বিদেশে তাদের সরকার প্রধান কে হবে মূলত নেতৃত্ব সংকটে থাকায় তারা ঘুরেই দাঁড়াতে পারবে না। বিএনপি কোনো দিনও আওয়ামী লীগের সঙ্গে টক্কর দিতে আসবে না, টক্কর দেবেও না। শেখ হাসিনাই আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণের ভোটে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।  

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার মিলনায়তনে আয়োজিত সভায় জেলা কৃষকলীগের সাবেক সভাপতি সাদেকুর রহমান শরীফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সাংগঠনিক সম্পাদক হরিপদ ভৌমিক দুলালসহ জেলা ও উপজেলা কৃষকলীগের নেতারা।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।