ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে যুবদলের শোকর‍্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২২
নারায়ণগঞ্জে যুবদলের শোকর‍্যালি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গুলিতে নিহত যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে শোক র‍্যালি করেছে জেলা যুবদল।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে এ শোকর‍্যালি হয়।

র‍্যালিতে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ জেলার অন্তর্গত বিভিন্ন ইউনিটের কয়েকশ যুবদল নেতাকর্মী অংশ নেয়।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গোলাম ফারুক খোকন বলেন, শাওনের রক্ত ঝরেছে আমরাও রক্ত দিতে প্রস্তুত। শাওন হত্যার বিচার এ বাংলার মাটিতে হবেই। যতদিন খালেদা জিয়া মুক্ত না হবেন, দেশের গণতন্ত্র ভোটাধিকার দেশের মানুষ ফিরে না পাবে ততদিন রাজপথে এ আন্দোলন চলছে, চলবে।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।