ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে পুলিশের মামলায় আরেক বিএনপি নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
না.গঞ্জে পুলিশের মামলায় আরেক বিএনপি নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পুলিশ বিএনপি সংঘর্ষের ঘটনায় বিএনপির ৭১ জনের নাম উল্লেখ করে দায়ের করা পুলিশের মামলায় বিএনপি নেতা সরকার মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ সেপ্টেম্বর) তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর আমলাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাঈদুজ্জামান জানান, পুলিশের কাজে বাধা দেওয়া, পুলিশের ওপর হামলার মামলায় তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২২
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।