ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘আ.লীগ, বিএনপি, জাপা আমাদের কাছে কিছু না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
‘আ.লীগ, বিএনপি, জাপা আমাদের কাছে কিছু না’ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম

টাঙ্গাইল: আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জাপা) এসব আমাদের কাছে কিছু না- বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।  

তিনি বলেন, যদি সংগঠন করতে পারো, তাহলে তোমাদের আর কোনো দিকে তাকাতে হবে না, বিজয়ের চাবিকাঠি হচ্ছে সংগঠন, সংগঠন আর সংগঠন।

তোমরা ঘরে বসে না থেকে প্রতিদিন যদি সংগঠন করতে পারো, তাহলে দেখবে তোমাদের কারও কাছে যেতে হবে না। তোমাদের সংগঠনের কাছেই বড় বড় নেতারা আসবে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালিহাতী সদরের অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, তোমরা গরীবের কাছে যাবা, রিকশাওয়ালাদের কাছে যাবা, কৃষকের কাছে যাবা, ঘরের মা-বোনদের কাছে যাবা। আওয়ামী লীগ, বিএনপি, জাপা এসব আমাদের কাছে কিছু না। আমাদের কাছে বাংলাদেশ এবং বাংলাদেশের সব মানুষের প্রতি দায়িত্ব আছে। আমরা সব মানুষের ওপর দ্বায়িত্ব পালন করব। এটাই হোক আজকে কালিহাতীর কর্মী সভার মূলমন্ত্র।

সম্মেলনে সভাপতিত্বে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগ কালিহাতী উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান সিদ্দিকীর। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঞ্জু।  

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম ছালেক হিটলু, উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক এস এম নাজমুল আলম ফিরোজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।