ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরায় বাংলাদেশ জাসদের সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
মাগুরায় বাংলাদেশ জাসদের সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা: মাগুরায় বাংলাদেশ জাসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

জাতীয় পকাতা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মঙ্গলবার (০৬ সেপ্টম্বর) শহরের দিগন্ত ক্লাবের হল রুমে এ সম্মেলন শুরু হয়।

 

জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি এ টি এম মহব্বত আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরূল আম্বিয়া।  

বিশিষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ড. মুশতাক হোসেন।  

এসময় বক্তব্য দেন-করিম শিকদার, রফিকুল খোকন, অধ্যাপক ইদ্রিস আলী, কাজী জিন্নাতুল নূরসহ অনেকে। সম্মেলনে মাগুরা জেলার চার উপজেলা থেকে আসা শতাধিক নেতাকর্মী অংশ নেন। সম্মেলন পরিচালনা করেন বাসারুল হায়দার বাচ্চু।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।