ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

জিএম কাদেরের ফোন ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
জিএম কাদেরের ফোন ছিনতাই গোলাম মুহাম্মদ

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মুহাম্মদ (জিএম) কাদেরের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছেন এক ছিনতাইকারী।

রাজধানীর বিমানবন্দর এলাকা বুধবার (৩১ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।



এ বিষয়ে শুক্রবার (২ সেপ্টেম্বর) জাপার চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, ওই দিন রাত ১১টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে বাসায় ফিরছিলেন। এ সময় গাড়ির এসি কাজ না করায় জানালার গ্লাস খুলে রাখেন তিনি। এর মধ্যে ফোনে কথা বলার সময় হঠাৎ এক যুবক ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, তার গাড়িচালক ছিনতাইকারীর পিছু নিলেও ধরা সম্ভব হয়নি। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করেছি।

পুলিশ জানিয়েছে, ছিনতাইকারীকে আটক করা হলেও মোবাইল ফোন উদ্ধার করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।