ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২২
খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

খাগড়াছড়ি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশে হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের মিল্লাত চত্বর থেকে মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত সড়কে সমাবেশস্থলে গিয়ে মিলিত হয়।

এ সময় বক্তারা বলেন, সরকার গদি রক্ষা করতে হত্যার পথ বেছে নিয়েছে। হত্যা করে বিএনপিকে দমানো যাবে না।

সমাবেশে বক্তব্য দেন- খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ও যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।

এ সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, নাসির আহমেদ চৌধুরী, মংসুইথোয়াই চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২২
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।