ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে শোকসভায় আ.লীগের ২ গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
সিলেটে শোকসভায় আ.লীগের ২ গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি 

সিলেট: সিলেটে শোকসভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার একটি কনভেনশন হলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় মারামারির এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ স্থানীয় ময়ূরকুঞ্জ কনভেনশন হলে শোকসভার আয়োজন করে। এতে অতিথি হিসেবে যোগ দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি। শোকসভা শুরুর পর বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবার শোকসভা শুরু হয়।

দলীয় সূত্র জানায়, স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আসম মিসবাহের সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একটি পক্ষ সভায় হঠাৎ প্রবেশ করে স্লোগান ধরলে উত্তেজনার পর চেয়ার ছোড়াছুড়ি হয়।  

ওই সময় উপস্থিত নেতাকর্মীরা দৌড়াদৌড়ি শুরু করেন। এ সময় হলের বাইরেও উভয় পক্ষের কিছু নেতাকর্মী মারামারিতে জড়িয়ে পড়েন।  

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বাংলানিউজকে বলেন, নেতাকর্মীদের দুটি পক্ষ বিশৃঙ্খলা, মারামরিতে জড়ালে তাৎক্ষনিক পুলিশ তা নিয়ন্ত্রণে আনে। এর কিছু সময় পর আবার সভার কাজ শুরু হয়।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।