দিনাজপুর: দিনাজপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য রেজিনা ইসলাম ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ৪১ নম্বর আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য ছিলেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৬টার দিকে দিনাজপুরের জিয়া হাট ফাউন্ডেশন হাসপাতালে তার মৃত্যু হয়।
মরহুমের জানাজার নামাজ শুক্রবার বাদ আসর লালবাগ দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লাল গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী।
তিনি জানান, ঢাকা থেকে দিনাজপুরে ফিরছিলেন রেজিনা ইসলাম। পথে জেলার বিরামপুর উপজেলায় পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে দ্রুত দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নিয়ে আসা। হাসপাতালে আনার পর ভোর ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে রেজিনার মৃত্যুতে এক শোক বার্তায় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোক সম্পত্তি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এসআরএস