ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

উজিরপুরে বিএনপির মিছিলে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
উজিরপুরে বিএনপির মিছিলে হামলা

বরিশাল: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম বাবু, স্বেচ্ছাসেবক দলের নেতা আ. রহিম হত্যার প্রতিবাদে বরিশালের উজিরপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  সমাবেশ শেষে বিএনপির বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বলেন, ডাকবাংলো থেকে উপজেলা শ্রমিক দলের সভাপতি সোলায়মান খান হাইয়ুমের নেতৃত্বে একটি মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য রওয়ানা হলে উজিরপুর টেম্পুস্ট্যান্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়।

হামলায় সোলায়মান খান হাইয়ুমসহ প্রায় ১০/১২ জন আহত হন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে মাহেন্দ্র যোগে আসার পথে নেতাকর্মীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগের লোকজন। সেখানে হামলায় আরও ১০/১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন মাদার্শী গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে মিলন হাওলাদার (৩৫)।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে পৌর শহরের বালুর মাঠে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে স্থানীয় বিএনপি।

বরিশাল জেলা বিএনপির সদস্য নাসির উদ্দিন জমাদ্দারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান নাটু, সদস্য সচিব অ্যাডভোকেট আক্তার হোসেন মেবুল।

আরও বক্তব্য দেন বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. কচি তালুকদার, উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন খান, এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সম্পাদক শহিদুল ইসলাম খান, পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. আলাউদ্দিন প্রমুখ।

হামলা প্রসঙ্গে উপজেলা শ্রমিকদলের সভাপতি সালমান খান হাইয়ুম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ শেষ করি। পরে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর সদরের ডাকবাংলো মোড় অতিক্রমের সময় পুলিশ ও আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা নিয়ে প্রথমে আমাদের মিছিলে বাধা দেয়। সেখানে দীর্ঘ সময় আমাদের মিছিলকে বাধাগ্রস্ত করা হয়।

একপর্যায়ে সেখান থেকে তারা চলে গেলে আমরা মিছিলটি নিয়ে উপজেলা পরিষদ চত্বরে রওয়ানা হই। পথে টেম্পুস্ট্যান্ড অতিক্রমকালে অতর্কিতভাবে আমাদের মিছিলে হামলা চালায়। এতে বেশ কয়েকজন শ্রমিক নেতা আহত হন। হামলাকারীরা শ্রমিকদলের ব্যানার ছিনিয়ে নেয়।

তবে হামলার বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, এ ধরনের কোনো ঘটনাই তাদের জানা নেই।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।