ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে: যুবদল সভাপতি

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে: যুবদল সভাপতি

ঢাকা: জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, অবৈধভাবে ক্ষমতা দখলে রাখতে যতই বহিঃশক্তির ধরণা দিক এবার আওয়ামী লীগ সরকারের শেষ রক্ষা হবে না। জনগণ এবার রুখে দাঁড়াবে, এবার ঘুরে দাঁড়াবে।

নিজেদের ভোটাধিকার, মানবাধিকার রক্ষায় এই সরকারের ‘আয়নাঘর’ ভেঙে চুরমার করে দেবে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাজধানীর শাজাহানপুর থানা যুবদলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়।  

সভায় সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন, হত্যা, নির্যাতন করে দেশকে নরকপুরীতে পরিণত করেছে আওয়ামী লীগ সরকার। একদিকে বিরোধী মত দমনে স্টিমরোলার চালানো হচ্ছে অন্যদিকে লুটপাট করে দেশকে দেউলিয়ার দিকে নিয়ে যাচ্ছে। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অন্য দেশের কাছে ইজারা দেওয়ার চেষ্টা করছে। এভাবে চলতে থাকলে দেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। যেটা দেশের যুব সমাজ কখনো মেনে নেবে না। তাই এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের গণতন্ত্র ও মাদার অব ডেমোক্রেসি খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের ডাক দেবেন। সেই আন্দোলনে সবাইকে ঝাপিয়ে পড়তে হবে।

সভায় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, সোজা আঙুলে ঘি উঠে না। আঙুল বাকা করতে হবে। এ সরকারকে যতই ভালো কথা বলা হোক, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হোক তাতে তারা কর্ণপাত করছে না। এবার তাই আওয়ামী লীগকে সঠিক রাস্তায় আনতে বিএনপিকে রাজপথের নামার প্রস্তুতি নিতে হবে। আন্দোলন হবে, সংগ্রাম হবে। অনেক রক্ত যাবে। কিন্তু দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায়,  গণতন্ত্র ফিরিয়ে আনতে আমাদের ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, সদস্য সচিব খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এমএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।