ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালে বামের মিছিলে পুলিশি বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
হরতালে বামের মিছিলে পুলিশি বাধা ছবি: ডিএইচ বাদল

ঢাকা: জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহনের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হারতাল চলছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) অর্ধদিবস হরতালের সমর্থনে সকালে রাজধানীর শাহবাগে ঝটিকা মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট।

তবে মিছিল বের করার পরপরই তাতে পুলিশ বাধা দেয়।

এসময় পুলিশ এবং বাম জোটের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনাও ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মিছিলে বাম জোটের ১৫-২০ জন নেতাকর্মী অংশ নেন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেন তারা।

এ বিষয়ে শাহবাগ থানা কর্তৃপক্ষ জানায়, বাম জোটের ঝটিকা মিছিলে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ কাউকে আটক করেনি।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
এইচএমএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।