ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে শোক দিবসের অনুষ্ঠান শেষে ছাত্রলী‌গের মারামারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
বরিশালে শোক দিবসের অনুষ্ঠান শেষে ছাত্রলী‌গের মারামারি

বরিশাল: বরিশালে জাতীয় শোক দিবসের আলোচনা সভা এবং দোয়া মাহফিল শেষে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।

রোববার (২১ আগস্ট) রাতে বরিশাল নগরের ২১ নম্বর ওয়ার্ডের অক্সফোর্ড মিশন রোডের শেষ প্রা‌ন্তে এ মারামারি ঘটনার খবর জানা নেই বলে দাবি করেছেন মহানগর ছাত্রলীগের নেতারা।

জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডে জেলা ও মহানগর আওয়ামী লীগের জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেল ৪টা থে‌কে শুরু হয়ে অনুষ্ঠান চ‌লে রাত ৮টা পর্যন্ত।  

এ সময় স্থানীয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ দেখা দিলে অনুষ্ঠান শেষে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ায় সিনিয়র নেতাকর্মীরা সেখানে না থাকায় স্থানীয় বাসিন্দারা এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

ত‌বে যারা মারামা‌রি ক‌রে‌ছে তা‌দের স্থানীয়রা কেউ চিনতে পারেনি বলে জানিয়েছে। অপরদিকে মারামা‌রির পর উভয় পক্ষই ঘটনাস্থল ত্যাগ ক‌রে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী নুরুল।

বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না বাংলানিউজকে জানান, ‘অনুষ্ঠান শেষে আমরা সবাই বেরিয়ে এসেছি। যতসময় অনুষ্ঠান হয়েছে ততক্ষণে কোনো ঘটনা ঘটেনি। আমরা বেরিয়ে আসার পরে কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই।

ব‌রিশাল কোতোয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল ক‌রিম বাংলানিউজকে ব‌লেন, ২১ নম্বর ওয়া‌র্ডে কো‌নো ধর‌নের মারামা‌রির খবর জানা নেই। অভি‌যোগ পে‌লে ব্যবস্থা নেওয়া হ‌বে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।