ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বরিশাল: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।

শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলা ছাত্রদল।

এ সময় বক্তব্য দেন- বরিশাল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ি, মাইনুল ইসলাম রুহুল, সিয়াম, রাকিব, হেমায়েত, আল-আমিন, জুবায়ের, রাসেদ প্রমুখ।

এ সময় বক্তারা পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে লাখো শহীদের রক্তে অর্জিত গৌরবের স্বাধীনতা ও রাষ্ট্রের সার্বভৌমত্ব অন্য রাষ্ট্রের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ তোলেন। তারা পররাষ্ট্রমন্ত্রীর এমন স্বাধীনতাবিরোধী এবং রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্রের বিচার দাবি করেন।

সমাবেশের আগে সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।