ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

জন্মাষ্টমীর দিন সরকারি ছুটির ঘোষণা দিয়েছিল বিএনপি: প্রিন্স

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
জন্মাষ্টমীর দিন সরকারি ছুটির ঘোষণা দিয়েছিল বিএনপি: প্রিন্স

ময়মনসিংহ: ধর্ম যার যার, রাষ্ট্র সবার নীতিতে বিএনপি বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।  

তিনি বলেন, বিএনপি সব ধর্মীয় স্বাধীনতা ও ধর্মীয় মূল্যবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।

এ কারণেই হিন্দু ধর্মাবলম্বীদের এ দিনটিকে বিএনপি সরকার সরকারি ছুটি হিসেবে ঘোষণা দিয়েছিল।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় জন্মাষ্টমী উপলক্ষে স্থানীয় সনাতন যুব সংঘের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

সভায় এ বিএনপি নেতা আরও বলেন, অত্যাচারী রাজার নিষ্ঠুর দুঃশাসনের যুগে আজকের এদিনে শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। শ্রীকৃষ্ণ সেই নিষ্ঠুর শাসনকে দমন করে ন্যায়, সত্য ও কল্যাণ প্রতিষ্ঠা করেছিলেন। তাই হিন্দু সম্প্রদায়ের জনগণকে শ্রীকৃষ্ণের পদাঙ্ক অনুসরণ করে সমাজে ন্যায় বিচার, মানবিকতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করতে হবে।  

এ সময় তিনি জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাতন যুব সংঘের সভাপতি সঞ্জয় সরকার। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক অঞ্জন সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন হালুয়াঘাট পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক জয়দেব দত্ত, সহ সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক আশোক সরকার অপু, হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, আবদুল আজিজ খান, পৌর কমিশনার মনিরুজ্জামান স্বাধীন, সনাতন যুব সংঘের নেতা স্বপন ধর ও সমীর সরকার।

পরে জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।