ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বিআরটি কর্তৃপক্ষের অবহেলায় গার্ডার দুর্ঘটনা: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
বিআরটি কর্তৃপক্ষের অবহেলায় গার্ডার দুর্ঘটনা: ফখরুল

ঢাকা: বিআরটি কর্তৃপক্ষের চরম অবহেলা ও অসচেতনতার কারণেই প্রাইভেট কারের ওপর গার্ডার পড়ে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এ অভিযোগ করেন।

তিনি বলেন, সোমবার (১৬ আগস্ট) রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ওপর গার্ডার পড়ে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

বিএনপির মহাসচিব বলেন, প্রাইভেট কারের ওপর গার্ডার পড়ে দুই শিশুসহ পাঁচজনের মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। বিআরটি কর্তৃপক্ষের চরম অবহেলা ও অসচেতনতার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। এভাবে নানা দুর্ঘটনায় প্রায় প্রতিদিনই দেশব্যাপী অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে। কিন্তু আওয়ামী সরকার এ ধরনের ঘটনায় দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি কার্যকর করছে না বলেই সর্বত্রই অনিয়ম ও অব্যবস্থাপনায় প্রতিনিয়ত মানুষের প্রাণ ঝরে যাচ্ছে।

তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা ও সুশাসনের অভাবেই দেশের সর্বত্রই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। কোথাও কোনো জবাবদিহিতা নেই বলেই অসাধু মানুষরা অনাচারে লিপ্ত হতে দ্বিধা করছে না। আমরা এমন এক দুঃসময়ে বাস করছি যখন প্রতিদিন মৃত্যুর সংবাদই যেন গণমাধ্যমের একমাত্র সংবাদ শিরোনাম। আমি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সহমর্মিতা। আমি অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে উত্তরায় সংঘটিত মর্মস্পশী ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

পৃথক শোক বিবৃতিতে বিএনপির মহাসচিব সোমবার দুপুরে পুরান ঢাকার চকবাজারে একটি চারতলা ভবনে আগুন লেগে ছয়জনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।  

তিনি বলেন, প্রতিনিয়ত কেন এত দুর্ঘটনা ও মানুষ হতাহত হচ্ছে তা খতিয়ে দেখে প্রতিকার করার জন্য সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয় না বলেই বারবার দুর্ঘটনায় মানুষের মৃত্যু যেন খুবই স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বিচারের আওতায় আনা হয় না, আর এজন্য অগ্নিকাণ্ডসহ সড়ক ও নৌপথে দুর্ঘটনার মাত্রা বর্তমানে বহুগুণে বেড়েছে। আমি অবিলম্বে অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করছি। আগুনে পুড়ে নিহত ছয়জনের বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের সুচিকিৎসা ও আশু সুস্থতা কামনা করছি। হতাহতদের পরিবার-পরিজনদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।