ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

গণফোরাম-এবি পার্টির সংলাপ মঙ্গলবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
গণফোরাম-এবি পার্টির সংলাপ মঙ্গলবার

ঢাকা: চলমান রাজনৈতিক সংকট নিরসনে গণফোরাম ও এবি পার্টির সংলাপ আগামী মঙ্গলবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হবে।

সোমবার (১৫ আগস্ট) গণফোরামের একাংশের তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী মঙ্গলবার বিকেল ৪টায় গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে (ইডেন কমপ্লেক্স২/১-এ, আরামবাগ, ১৬৭ মতিঝিল ইনার সার্কুলার রোড, ঢাকা) চলমান রাজনৈতিক সংকট নিরসনে গণফোরাম ও এবি পার্টির সংলাপ হবে।

এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে সংলাপ করবে গণফোরাম (একাংশের) সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে দলটির সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট মহসিন রশিদ, মহিউদ্দিন আবদুল কাদেরসহ শীর্ষ নেতারা। সংলাপ শেষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২২
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।